৬০ দিনে ১৫ লক্ষ গাছ লাগানো হবে আসামে : বিশ্ব পরিবেশ দিবসে শপথ

5th June 2020 অনান‍্য
৬০ দিনে ১৫ লক্ষ গাছ লাগানো হবে আসামে : বিশ্ব পরিবেশ দিবসে শপথ


ভানুময় চন্দ ( আসাম ) : আসামের করিমগঞ্জে আগামী দু-মাসে পনেরো লক্ষ বৃক্ষ চারা রুপনের লক্ষ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন পাথারকান্দিতে। ঔষধি ও ফলমুলের গাছ রোপনে গুরুত্ব ডিসি ও সাংসদের।আগামী দুমাসের মধ্যে গোটা করিমগঞ্জ জেলায় প্রায় পনেরো লক্ষ বৃক্ষ চারা রোপনের লক্ষ্য নিয়ে আজ পাথারকান্দিতে বৃক্ষ রোপনের মহৎ কর্মসূচিতে পালিত হল জেলাস্তরিয় বিশ্ব পরিবেশ দিবসের মুল অনুষ্টানটি।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি ডিএফও সাংসদ কৃপানাথ মালাহ সহ পাথারকান্দি ও রাতাবাড়ির বিধায়ক এবং জেডপিসি সিসি আশীষ নাথ।আজ পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসে "পরিষ্কার অসাম, সবুজ আসাম" ---মূলতঃ এই স্লোগানকে সামনে রেখে সাংসদ, বিধায়ক ও জেলাশাসকের উপস্থিতিতে পাথারকান্দির নবনির্মিত বাইপাসে পাথারকান্দি আঞ্চলিক বন বিভাগের উদ্দ্যাগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।রাজ্য সরকারের নির্দেশনাকে সামনে রেখে বনবিভাগের এই প্রচেষ্টাকে স্বার্থক ও সাফল্যমণ্ডিত করার ওপর গুরুত্ব আরোপ করেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ।তিনি বলেন গাছ হচ্ছে আমাদের প্রাণ । সেই প্রাণ বাঁচালে পরিবেশ বাঁচবে। আর পরিবেশ বাঁচলে বাঁচবে গোটা মানব জাতি।তবে তাঁর কাছে এবারের বৃক্ষ রোপন অনেকটা আলাদা। কেননা এবার সবুজায়নের উদ্দেশ্যে মূল্যবান ঔষধাদি গাছ ছাড়াও ফলের গাছ রোপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলে তিনি জানান।যে গাছগুলো থেকে আমাদের নব প্রজন্ম বিশুদ্ধ বায়ু ছাড়াও ফলমূল খেতে পারে সে পথেই রাজ্য সরকার দিশা দেখাচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।এদিকে নির্ধারিত সূচি থেকে অনেক দেরিতে পৃথক পৃথকভাবে এই বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দেন করিমগঞ্জের জেলা শাসক আনবামুথান এমপি,পাথারকান্দির ও রাতাবাড়ির বিধায়ক যথাক্রমে কৃষ্ণেন্দু পাল, বিজয় মালাকার,করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশীষ নাথ, করিমগঞ্জ জেলা সদর ডিএসপি সুধন্য শুক্লবৈদ্য প্রমুখ।এর আগে দুপুর দেড়টায় করিমগঞ্জ জেলা বন আধিকারিক জানুর আলী বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাইপাসের দুপাশে বেশ কয়েকটি মূল্যবান গাছের চারা রোপন করেন।পরে তিনি স্থানীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বৃক্ষরোপন এবং বৃক্ষ সংরক্ষণে বন বিভাগের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানান। এতে বিভাগীয় তরফ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রটেকশন রেঞ্জার সাজাদ আলী, এসিএফ সৌমিত্র দাস,পাথারকান্দির রেঞ্জার দেবজ্যোতি নাথ প্রমুখ।এদিনের এই বৃক্ষ রোপন অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, আগামী দুমাসে তাঁর নিজ সমষ্টিতে এবার দুলক্ষ চারা গাছ রোপনের ব্যবস্থা করা হয়েছে।এব্যাপারে তিনি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।এদিকে আজ অনুরুপ ভাবে লোয়াইরপোয়া  দোহালিয়া ও চেরা‌গি ফরেষ্ট রেঞ্জ কার্য্যালয়েও বৃক্ষ চারা বন্টন ও রোপনের মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস পালনের খবর পাওয়া গেছে।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।